স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ তথ্য অনুযায়ী, শুক্রবার (১৩ জুন) ২৪ ঘণ্টায় দুইজন নারী করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ১৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সর্বমোট ১৭৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে ৮ দশমিক ৬২ শতাংশ। তবে একই সময় সুস্থ হয়েছেন মাত্র ৩ জন।
মারা যাওয়া দুইজনের মধ্যে একজনের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে, অপরজনের বয়স ৭১ থেকে ৮০ বছরের মধ্যে। একজন ঢাকার এবং অপরজন চট্টগ্রাম বিভাগের বাসিন্দা। এদের মধ্যে একজন সরকারি হাসপাতালে এবং অন্যজন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
দেশে করোনাভাইরাসে সংক্রমণের শুরু থেকে এ পর্যন্ত মারা গেছেন মোট ২৯ হাজার ৫০২ জন। মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৮০০ জনে। আর সুস্থ হয়েছেন ২০ লাখ ১৯ হাজার ৪০১ জন।
মহামারির সূচনায় ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয় এবং ওই বছরের ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু হয়। এরপর বিভিন্ন পর্যায়ে সংক্রমণ ও মৃত্যুহার ওঠানামা করেছে। সর্বোচ্চ মৃত্যু হয় ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট, দিনে ২৬৪ জন করে।
দীর্ঘ সময় স্থিতিশীল থাকার পর চলতি বছরের ৫ জুন একজনের মৃত্যুর মধ্য দিয়ে করোনার ফের উপস্থিতি জানান দেয়। সর্বশেষ ১৩ জুনে এসে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ায় দুইজনে। বিশেষজ্ঞদের মতে, এমন পরিস্থিতিতে নাগরিকদের আরও সতর্কতা অবলম্বন ও স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরি।
সূত্র: এফএনএস।