নির্বাচন কমিশনের বাইরে এনসিপির করা আন্দোলন নিয়ে সাংবাদিকদের সম্মুখে মুখ খুললেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ।
এনসিপির আন্দোলনে স্থানীয় নির্বাচনের পরে জাতীয় নির্বাচনের দাবি জানান। এ বিষয়ে ইসি সানাউল্লাহ বলেন, “রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে আমরা কোনো মতামত দিতে চাই না। কোনটা আগে হবে, কোনটা পরে হবে, এটা নির্বাচন কমিশনের হাতে নেই। সরকারই সিদ্ধান্ত নেবে কোন নির্বাচন আগে হবে, পরে হবে। নির্বাচন কমিশনের দায়িত্ব নির্বাচন আয়োজন করা।”
বুধবার (২১ মে) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে তিনি এ কথা জানান সাংবাদিকদের।
নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে এনসিপি প্রশ্ন তুলছে, এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ইসি সানাউল্লাহ বলেন, আমরা রাজনৈতিক বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। কমিশন সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে এবং করে যাবে।
ইসির অধীনে নির্বাচনী প্রচারের একটি পাইলট প্রকল্প নেওয়া হবে কি না, জানতে চাইলে সানাউল্লাহ বলেন, নীতিগত অনুমোদন হয়ে গেছে। চূড়ান্ত করার জন্য একটু সময় লাগবে।
সূত্র: এফএনএস