জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি বিভাগ সৃষ্টির সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করা হয়েছে।
আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং অর্থ মন্ত্রণালয়ের সচিবকে রিটে বিবাদী (রেসপনডেন্ট) করা হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জুয়েল আজাদ জনস্বার্থে হাইকোর্টে এই রিটটি করেছেন বলে রোববার সাংবাদিকদের জানান।
এই রিটে সংবিধানের ২৬, ৩১ ও ২৯(১) অনুচ্ছেদের আলোকে ওই অধ্যাদেশটি কেন সাংঘর্ষিক এবং আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, এই মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছে। সেই সঙ্গে অধ্যাদেশের কার্যক্রম স্থগিত চাওয়া হয়েছে।
বিচারপতি ফাতেমা নজিব এবং বিচারপতি সিকদার মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চে চলতি সপ্তাহে এই রিট আবদনটির ওপর শুনানি হতে পারে বলে জানান রিটকারী আইনজীবী।
গত ১২ মে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) দুইভাবে বিভক্ত করে অধ্যাদেশ জারি করা হয়। সংস্থাটি বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি বিভাগ সৃষ্টি করা হয়।
সূত্র: বাসস