বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষা আগামী ২৮ জুন অনুষ্ঠিত হবে।ওইদিন সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বার কাউন্সিলের সচিব (জেলা জজ) মোহাম্মদ কামাল হোসেন সিকদার।
সর্বশেষ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউ পরীক্ষায় পাস করেন ১৩ হাজার ২৫৮ জন। গত ২৫ এপ্রিল বিকেল ৩ টা থেকে ৪ টা পর্যন্ত এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবার পর রাতে বার কাউন্সিলের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়।
উল্লেখ্য যে, আইনজীবী হতে হলে আইন বিষয় ডিগ্রি অর্জনের পর একজন আইনের শিক্ষার্থীকে বাংলাদেশ বার কাউন্সিলের মাধ্যমে তিন ধাপের (এমসিকিউ, লিখিত ও মৌখিক) পরীক্ষায় কৃতকার্য হতে হয়।
সূত্র: বাসস