1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম :
সাবেক ডিবি প্রধান হারুনসহ পুলিশের ১৮ কর্মকর্তা বরখাস্ত মৎস্যসম্পদ রক্ষায় দেশবাসীকে পরিবেশের প্রতি সদয় হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার ভাঙ্গুড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ এর উদ্বোধন ভাঙ্গুড়া পৌরসভায় মহল্লার সরু রাস্তায় দুধের লরির চাপায় দু’জনের মৃত্যু: দায় কার ? চাটমোহরে নারী নির্যাতন মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ বন্যায় নিহত ছাড়াল তিন শতাধিক এক সপ্তাহে সৌদি আরবে প্রায় ২২ হাজার প্রবাসী গ্রেপ্তার একনেকে ৭ হাজার ৭১২ কোটি টাকার ১১ প্রকল্প অনুমোদন রাজশাহীতে যৌথ বাহিনীর অভিযানে আটকদের বিরুদ্ধে মামলা রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই সনদের পূর্ণাঙ্গ খসড়া প্রেরণ

সারাদেশে চালু হচ্ছে সরকারি ফার্মেসি

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ১০৩ সময় দর্শন

জনগণের জন্য মানসম্পন্ন ওষুধ সহজলভ্য ও সাশ্রয়ী করতে দেশের সরকারি হাসপাতাল ও ক্লিনিক চত্বরে প্রথমবারের মতো চালু হতে যাচ্ছে সরকারি ফার্মেসি। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান জানান, এই উদ্যোগের মাধ্যমে বহুল ব্যবহৃত ২৫০ ধরনের ওষুধ পাওয়া যাবে বাজার মূল্যের মাত্র এক-তৃতীয়াংশ দামে।

বাংলাদেশে প্রতি বছর বহু মানুষ ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ দীর্ঘমেয়াদি অসংক্রামক রোগে আক্রান্ত হন। এসব রোগের চিকিৎসায় ব্যয় হয় উল্লেখযোগ্য পরিমাণ অর্থ, যার সিংহভাগই খরচ হয় ওষুধ কেনায়। এক জরিপে দেখা গেছে, একজন রোগীর চিকিৎসা ব্যয়ের প্রায় ৬৪ শতাংশই ওষুধের পেছনে যায়। ফলে, প্রতিবছর হাজার হাজার মানুষ চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে দারিদ্র্যের মুখে পড়ে।

সরকারের এই নতুন উদ্যোগে ২৫০টি প্রয়োজনীয় ওষুধ অন্তর্ভুক্ত থাকবে, যেগুলো দিয়েই প্রায় ৮৫ শতাংশ সাধারণ রোগের চিকিৎসা সম্ভব। এতে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষ সবচেয়ে বেশি উপকৃত হবেন বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

অধ্যাপক ডা. সায়েদুর রহমান বলেন, “সরকারি হাসপাতালে ল্যাব ও প্রাথমিক স্বাস্থ্যসেবা থাকলেও এতদিন কোনো ওষুধ সরবরাহ বা ফার্মাসিউটিক্যাল সার্ভিস ছিল না। এবার এই ঘাটতি পূরণেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।”

তিনি আরও জানান, দেশের প্রতিটি সরকারি হাসপাতাল ও ক্লিনিকে ফার্মেসি স্থাপন করা হবে। এসব ফার্মেসি থেকে উচ্চমানের ওষুধ সর্বসাধারণের জন্য সহজে ও স্বল্পমূল্যে পাওয়া যাবে।

সরকারি ওষুধ সরবরাহ ব্যবস্থায় অন্যতম বড় চ্যালেঞ্জ হলো—ওষুধ চুরি ও অপব্যবহার। এ সমস্যা সমাধানে পুরো প্রক্রিয়া ডিজিটালাইজড করা হবে। ওষুধের ক্রয়, সংরক্ষণ এবং বিতরণের প্রতিটি ধাপে থাকবে প্রযুক্তিনির্ভর নজরদারি।

সরকারি ওষুধ উৎপাদন ও সরবরাহ প্রতিষ্ঠান ইডিসিএল (Essential Drugs Company Limited) প্রতিবছর প্রায় ১৩০০ কোটি টাকার ওষুধ সরবরাহ করে থাকে। নতুন উদ্যোগের আওতায় এই বাজেট বাড়িয়ে ওষুধের চাহিদা অনুযায়ী উৎপাদন ক্ষমতা বৃদ্ধিরও পরিকল্পনা রয়েছে।

স্বাস্থ্যখাতে এমন একটি যুগান্তকারী পদক্ষেপকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্টরা বলছেন, “সরকারি ফার্মেসি চালু হলে চিকিৎসা হবে আরও সুলভ, আরও কার্যকর।”

মানুষের মৌলিক অধিকার—স্বাস্থ্যসেবা—যেন কোনোভাবেই ব্যয়ের ভারে ভারাক্রান্ত না হয়, সেটাই সরকারের মূল লক্ষ্য।

এ উদ্যোগ সফল হলে বাংলাদেশে সরকারি পর্যায়ে স্বাস্থ্যসেবা গ্রহণের নতুন দ্বার উন্মোচিত হবে, যা দেশের সাধারণ মানুষের স্বাস্থ্য-সুরক্ষায় ইতিবাচক ও স্থায়ী পরিবর্তন নিয়ে আসবে বলে আশা করা হচ্ছে।

সূত্র: এফএনএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host