পাবনার বেড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে হয়েছে। শনিবার বিকালে পাবনা বেড়া উপজেলার নাকালিয়া মুক্তিযোদ্ধা শামসুল হক টুকু ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল ট্রাষ্টে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে বৃ¶রোপণ কর্মসূচী সহ দোয়া মাহফিল এবং মুক্তিযোদ্ধা শামসুল হক টুকু ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল ট্রাষ্ট উদ্বোধন করা হয়।
প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি ডক্টর কফিল উদ্দিনের সভাপতিত্বে বৃক্ষরোপণ কর্মসূচী ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বেলায়েত আলী বিল্লু, পাবনা পৌর আওয়ামীলীগ সিনিয়র সহসভাপতি শামসুল রহমান, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান এপ্রিল, সাবেক যুবলীগ নেতা মুনু, আওয়ামীলীগ নেতা ইয়ামিন, সাবেক ছাত্রলীগ নেতা খন্দকার তৌহিদ আনোয়ার, সাবেক ছাত্রলীগ নেতা ডাক্তার আমিনুল ইসলাম (শাওন) রঞ্জু শেখ প্রমুখ নেতৃবৃন্দ।