সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভার চলমান উন্নয়ন ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে পৌর মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার শওকাত ওসমানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬.০০ ঘটিকায় পৌরসভা ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে আশ্রয়ন প্রকল্পের হেলিপোর্ট মাঠে এক মতবিনিময় সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন উল্লাপাড়া-সলঙ্গা আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমামের রাজনৈতিক উপদেষ্টা ইঞ্জিনিয়ার শওকাত ওসমান। পৌর আওয়ামী লীগের ৭ নং ওয়ার্ড সভাপতি বাবর আলী বাবলুর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগের উল্লাপাড়া উপজেলা শাখার সভাপতি আব্দুস সামাদ সরকার, সলপ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী এহসানুল হাসান সন্টু, পৌর কাউন্সিলর আলা তালুকদা, পৌর কাউন্সিলর আজাদ, সাবেক কাউন্সিলর জহুরুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন আগামী পৌরসভা নির্বাচনে সংসদ সদস্য তানভীর ইমামের রাজনৈতিক উপদেষ্টা শওকাত ওসমানকে আওয়ামী লীগ দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার জন্য জোড় দাবী জানান তারা।