“জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে উৎপাদনশীলতা” এই প্রতিপাদ্যে ২ অক্টোবর শুক্রবার সকাল ১০টায় পাবনার চাটমোহর উপজেলা সম্মেলন কক্ষে ‘জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২০’ পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সৈকত ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উৎপাদনশীলতা শীর্ষক আলোচনায় অংশ নেন- চাটমোহর থানার ইন্সপেক্টার (তদন্ত) এম. হান্নান মাহমুদ, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক চলনবিল পত্রিকার সম্পাদক রকিবুর রহমান টুকুন, চাটমোহর ব্যবসায়ী সমিতি’র সভাপতি কে. এম. বেলাল হোসেন স্বপন, চাটমোহর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক শেখ সালাউদ্দিন ফিরোজ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: আব্দুল হালিম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের প্রতিনিধি মোঃ মাহমুদুল হক বিপ্লব। প্রাণবন্ত আলোচনায় প্রাকৃতিক পরিবেশ সুরক্ষিত রেখে কৃষি শিল্প উৎপাদন বৃদ্ধিতে যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা উন্নয়ন, উৎপাদিত পণ্য সংরক্ষণ, প্রক্রিয়াজাত করণ, বাজারজাত করণ বিষয় গুলো গুরুত্বের সাথে উঠে আসে। চাটমোহরের পোল্ট্রি শিল্প, ডেইরি শিল্প, অলংকার শিল্প, কৃষি ও মৎস্য উৎপাদনের বর্তমান পরিস্থিতি ও সম্ভাবনা বিষয়ে আলোকপাত করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সৈকত ইসলাম কৃষি, মৎস্য, দুধ, ডিম, মাংস সংরক্ষণে হিমাগার ও চিলিং সেন্টার স্থাপনের প্রতি গুরুত্বারোপের পাশাপাশি উপজেলার চলনবিল অধ্যুষিত অংশে ব্যক্তি উদ্দ্যোগে পার্ক, পর্যটন কেন্দ্র, বিনোদন সেন্টার গড়ে তোলা এবং ইভেন্ট ম্যানেজমেন্ট সংক্রান্ত সম্ভাবনার উপর আলোকপাত করেন। আলোচনা সভায় উপজেলা প্রশাসনের দপ্তর প্রধানগণ ও মিডিয়া কর্মীগণ উপস্থিত ছিলেন।