ভাঙ্গুড়া (পাবনা) সংবাদদাতা :
পাবনার ভাঙ্গুড়া উপজেলার মন্ডুতোষ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ সভাপতি আফছার আলী মাষ্টারকে গ্রেফতার করা হয়েছে। শনিবার বিকালে মন্ডুতোষ গ্রামের নিজ বাড়ি থেকে ডিবি পুলিশের সদস্যরা তাকে গ্রেফতার করে বলে জানাগেছে। ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
পাবনা ডিবি পুলিশের ওসি হাসান বাসির বলেন,ডেভিল হান্ট অভিযানের আওতায় মন্ডুতোষ ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামীরীগ নেতা আফসার আলীকে গ্রেফতার করে পাবনা ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।।