জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগের আমলে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে জামায়াত। জামায়াতের ১১ শীর্ষ নেতাকে খুন করা হয়েছে, এটা জুডিসিয়াল কিলিং। অসংখ্য সাথী নিহত ও পঙ্গু হয়েছেন। হাজার হাজার মামলা হয়েছে, লাখও মানুষ জেলে গিয়েছেন।
গতকাল সোমবার (২৩ ডিসেম্বর) রাতে রংপুর সদর উপজেলার পাগলাপীর বাজারে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াত আমির।
ডা. শফিকুর রহমান বলেন, ‘সাড়ে ১৫ বছর শাসন নয়, আওয়ামী লীগ সরকার দেশকে শ্মশানে পরিণত করেছিল। শেখ হাসিনা স্বাধীনতার চেতনার কথা বলে বাংলাদেশকে অন্য দেশের কাছে ইজারা দিয়েছিলেন। এমন কাজ করা উচিত নয়, ক্ষমতা চলে গেলে পালিয়ে যেতে হয়, আত্মগোপনে যেতে হয় কিংবা ভয়ঙ্কর পরিণতির মুখোমুখি হতে হয়।
এনটিভি