শুক্রবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় চব্বিশের ছাত্র-জনতার গণআন্দোলনে রাজধানীর মোহাম্মদপুরের শহিদ পরিবারগুলোর সঙ্গে সাক্ষাতের সময় বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী বললেন, অন্তর্র্বতী সরকার যে রোডম্যাপ দিয়েছে তা প্রলম্বিত, জনগণ প্রত্যাশা করেনি। জাতীয় নাগরিক কমিটি যেন রাজকীয় দল না হয়ে যায়। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দল হলে সরকারের গ্রহণযোগ্যতা কমে যাবে। রিজভী বলেন, বিএনপি আন্দোলন-সংগ্রাম থেকে কখনও পিছপা হয়নি। অনেকে অনেক কিছু করেছে, কিন্তু বিএনপি কখনও দলীয় স্বার্থ হাসিল করেনি। জাতির প্রত্যেক অর্জনে গর্ব করার দল হচ্ছে বিএনপি। বিএনপির সঙ্গে ছলচাতুরী করে কোনও লাভ হবে না। তিনি আরও যোগ বলেন, আওয়ামী লীগের কৃতকর্মের প্রতিবাদ ছিল ৭ নভেম্বর। একাত্তর ও পঁচাত্তরের ৭ নভেম্বর বিএনপিরই গর্ব। এরশাদকে জাতীয় বেইমান বলে ২৪ ঘণ্টার মধ্যে এরশাদের দলে ভিড়েছে শেখ হাসিনা। নব্বই নিয়েও গর্ব করতে পারে না আওয়ামী লীগ। ৫ আগস্টের আন্দোলনও শেখ হাসিনার গর্ব করার নয়, পালিয়ে যাওয়ার ইতিহাস।
শুক্রবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় চব্বিশের ছাত্র-জনতার গণআন্দোলনে রাজধানীর মোহাম্মদপুরের শহিদ পরিবারগুলোর সঙ্গে সাক্ষাতের সময় বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী বললেন, অন্তর্র্বতী সরকার যে রোডম্যাপ দিয়েছে তা প্রলম্বিত, জনগণ প্রত্যাশা করেনি। জাতীয় নাগরিক কমিটি যেন রাজকীয় দল না হয়ে যায়। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দল হলে সরকারের গ্রহণযোগ্যতা কমে যাবে।
রিজভী বলেন, বিএনপি আন্দোলন-সংগ্রাম থেকে কখনও পিছপা হয়নি। অনেকে অনেক কিছু করেছে, কিন্তু বিএনপি কখনও দলীয় স্বার্থ হাসিল করেনি। জাতির প্রত্যেক অর্জনে গর্ব করার দল হচ্ছে বিএনপি। বিএনপির সঙ্গে ছলচাতুরী করে কোনও লাভ হবে না।
তিনি আরও যোগ বলেন, আওয়ামী লীগের কৃতকর্মের প্রতিবাদ ছিল ৭ নভেম্বর। একাত্তর ও পঁচাত্তরের ৭ নভেম্বর বিএনপিরই গর্ব। এরশাদকে জাতীয় বেইমান বলে ২৪ ঘণ্টার মধ্যে এরশাদের দলে ভিড়েছে শেখ হাসিনা। নব্বই নিয়েও গর্ব করতে পারে না আওয়ামী লীগ। ৫ আগস্টের আন্দোলনও শেখ হাসিনার গর্ব করার নয়, পালিয়ে যাওয়ার ইতিহাস।
এফএনএস