সোমবার খুলনার শিববাড়িতে সোনাডাঙ্গা থানা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন শেষে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলরের সদস্য আমান উল্লাহ আমান বলেছেন, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কথা বলেছি। সেখানে বলেছি, যত দ্রুত সম্ভব সংস্কার করে নির্বাচন দিতে হবে। সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছেন।
তিনি আরও যোগ করে বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মধ্যে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে। এ সরকার দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত সরকার গঠন করবে। সেই নির্বাচিত সরকার জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবে।
আমান উল্লাহ বলেন, দলের মধ্যে কোনও বিভেদ নেই। দল ঐক্যবদ্ধ রয়েছে। দলের নেতাকর্মীদের মধ্যে পদ প্রত্যাশা রয়েছে। কিন্তু কোনও বিভেদ নেই।
এফএনএস