1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৯:১৮ অপরাহ্ন

ভাঙ্গুড়ায় বিএনপির নবগঠিত কমিটিকে অঙ্গ ও সহযোগী সংগঠনের শুভেচ্ছা

বিশেষ প্রতিনিধি
  • আপডেটের সময় : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ১৭৭ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়া উপজেলা বিএনপির নবগঠিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, যুবদল, ছাত্রদল ও মহিলা দলের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ লিখিত এই শুভেচ্ছা বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করছেন। বিএনপিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নতুন নেতৃবৃন্দের প্রতি আহবান জানান।

জানা যায়, ১৪ নভেম্বর ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহবায় কমিটি ঘোষণা করা হয়।  জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান ও সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার স্বাক্ষরিত ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন করেন।

২১ সদস্য বিশিষ্ট কমিটির আহ্বায়ক করা হয় উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও উপজেলা চেয়ারম্যান নূর মুজাহিদ স্বপনকে এবং সদস্য সচিব করা হয় উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ভাইস চেয়ারম্যান জাফর ইকবাল হিরোককে।

নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ হয়। এরপর উপজেলা জাতীয়তাবাদী কৃষক দল, জাতীয়তাবাদী যুবদল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, জাতীয়তাবাদী ছাত্রদল ও জাতীয়তাবাদী পৌর ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন উপজেলা বিএনপির নতুন আহবায়ক কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

এ বিষয়ে ছাত্রদলের যুগ্ম আহবায়ক সুমন আহমেদ বলেন, নবগঠিত বিএনপির আহবায়ক কমিটি ত্যাগী ও নির্যাতিত নেতাদের নিয়ে গঠিত। তাই এটি সময়ের সেরা একটি কমিটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host