মাহবুব উল আলম,ভাঙ্গুড়া :
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় জরায়ু ক্যান্সার প্রতিরোধক টিকা প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) ক্যাম্পেইন শতভাগ সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মোছা.নাজমুন নাহার। সরকারি সূত্রমতে,এই উপজেলায় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণি হতে ৯ম শ্রেণি পর্যন্ত ছাত্রীদের টিকা প্রদানের লক্ষ্যমাত্রা ধার্য ছিল ৬৯৭৪ । এর মধ্যে স্কুল বহির্ভূত ছাত্রী সংখ্যা ছিল ২৪১। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী এই উপজেলায় ১৭ নভেম্বর ‘২৪ পর্যন্ত টিকা প্রদানের সংখ্যা দাড়িয়েছে ৬৮১০। এই অর্জনের হার ৯৮%,যা পাবনা জেলার মধ্যে সর্বোচ্চ বলে জানাগেছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা.হালিমা খানম এই তথ্য নিশ্চিত করে বলেন,‘‘আমরা শতভাগ লক্ষমাত্রা অর্জনের দ্বারপ্রান্তে রয়েছি। এখনো কয়েকদিন সময় আছে। এর মধ্যে উল্লেখিত বয়সের সকল মেয়েকে এই টিকা দিতে সক্ষম হবো বলে আশা করি”। তিনি আরো বলেন,আগামী ২৪ নভেম্বর পর্যন্ত এই ক্যাম্পেইন চলবে। উপজেলার ১০ হতে ১৪ বছরের সকল মেয়েকে এই টিকার আওতায় আনার লক্ষ্যে তারা নিরলসভাবে কাজ করছেন।
উপজেলা নির্বাহী অফিসার মোছা: নাজমুন নাহার বলেন, বাংলাদেশের মেয়েদের দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর কারণ হলো জরায়ু ক্যান্সার । একে সর্বাধিক গুরুত্ব দিয়ে টিকা প্রদান ক্যাম্পেইন সফল করতে তিনি উপজেলার সকল স্কুল শিক্ষকদের পূর্ণ সহোযোগিতা কামনা করেছিলেন। যার ফলে আজকে ভাঙ্গুড়া উপজেলা সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। এজন্য সকল শিক্ষক বিশেষ করে শিক্ষিকাদের প্রসংশনীয় ভূমিকা রয়েছে বলে তিনি জানান।