রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে গণজমায়েত কর্মসূচির ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ‘পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে’ আজ রোববার দুপুর ১২টায় জিরো পয়েন্টে গণজমায়েত করার ঘোষণা দিয়েছে সংগঠনটি। শনিবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজে এই কর্মসূচি ঘোষণা দেয়া হয়।
এর আগে জিরো পয়েন্টে শহীদ নূর হোসেন চত্বরে বিক্ষোভ মিছিল কর্মসূচি করার ঘোষণা দেয় আওয়ামী লীগ। দলটির ফেসবুক পেজে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদী দল কোনো কর্মসূচি পালন করতে পারবে না বলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক বার্তায় জানিয়েছেন। ঢাকা মহানগর পুলিশও জানিয়েছে, আওয়ামী লীগের নামে কেউ কর্মসূচি পালনের চেষ্টা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
মানবজমিন