উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, গণহত্যাকারী বা নিষিদ্ধ সংগঠনের কেউ কর্মসূচি করার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর ব্যবস্থা নিবে।আজ রোববার আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে শনিবার ফেসবুকে দেয়া স্ট্যাটাসে তিনি এ তথ্য জানান।উপদেষ্টা আসিফ মাহমুদ লিখেছেন, ‘গণহত্যাকারী ও নিষিদ্ধ সংগঠনের কেউ কর্মসূচি করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।’
এর আগে, এ প্রসঙ্গে কথা বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও। তিনি বলেন, দেশের ভেতর আওয়ামী লীগের সভা, সমাবেশ এমনকি কোনো ধরনের মিছিল করার কোনো সুযোগ নেই।শনিবার দুপুর ১২টা ৮মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে এ কথা জানান তিনি।
শফিকুল আলম আরও লিখেন, ‘বর্তমানে আওয়ামী লীগ একটি ফ্যাসিবাদী দল। বাংলাদেশে প্রতিবাদ করার মতো দলটির কোনো সুযোগ নেই। গণহত্যাকারী ও স্বৈরশাসক শেখ হাসিনার নির্দেশে কেউ সভা, সমাবেশ ও মিছিলের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তা কঠোরভাবে মোকাবিলা করবে।’অন্তর্র্বতী সরকার কোনো সহিংসতা বা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভঙ্গের প্রচেষ্টাকে বরদাস্ত করবে না বলেও হুঁশিয়ারি দেন শফিকুল আলম।অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও রাজনৈতিক দলগুলোও আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে। বিক্ষোভের ঘোষণা দিয়েছে ছাত্র সংগঠনগুলো।
এর আগে ১০ই নভেম্বর শহীদ নূর হোসেন দিবসকে কেন্দ্র করে অগণতান্ত্রিক শক্তির অপসারণ এবং গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার দাবিতে বিকাল ৩টায় রাজধানীসহ সারা দেশে বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করে আওয়ামী লীগ। দলটির ভেরিফাইড ফেসবুক পেজে এ কর্মসূচি ঘোষণা করা হয়। তবে কর্মসূচি নিয়ে এখনো প্রকাশ্যে কোনো বক্তব্য বিবৃতি দেননি শীর্ষ নেতার। অবশ্য দলীয় সভানেত্রী শেখ হাসিনার একটি ‘ফোন রেকর্ড’ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।যেখানে তিনি কলের অপরপ্রান্তে থাকা জৈনক ব্যক্তিকে কর্মসূচি বাস্তবায়নের দিকনির্দেশনা দিচ্ছেন।