পাবনার সুজানগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও উপজেলার দুলাই ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহানকে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে সুজানগর থানা পুলিশের সহযোগিতায় পাবনা ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে।
সুজানগর থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম মোস্তফা জানান, গত ৪ আগস্ট দুপুরে পাবনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জাহিদ ও মাহবুব নামে দুই শিক্ষার্থী নিহত হয়।
এ ঘটনায় নিহত জাহিদের বাবা দুলাল মাস্টার বাদী হয়ে পাবনা সদর থানায় ১০৩জনসহ অজ্ঞাত আসামীদের নামে একটি হত্যা মামলা দায়ের করে। ওইদিন রাত ১টার দিকে ওই মামলার অজ্ঞাত আসামি হিসেবে সিরাজুল ইসলাম শাহজাহানকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তাকে পাবনা সদর থানা হাজতে রাখা হয়েছে।