ভাঙ্গুড়া প্রতিনিধি :
‘‘স্মার্ট ভুমি সেবা,স্মার্ট নাগরিক’’-এই প্রতিপাদ্যে পালিত হয় পাবনার ভাঙ্গুড়া উপজেলায় ভূমি সেবা সপ্তাহ। শনিবার নানা কর্মসূচীর মাধ্যমে এ সেবা সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাজমুন নাহার। স্মার্ট সেবা সপ্তাহ উদযাপনে বীর মুক্তিযোদ্ধা এম.হোসেন আলী অডিটোরিয়ামে জাঁকজমকপূর্ণ এ অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমিয়া আক্তার। প্রধান অতিথি আলহাজ মো.মকবুল হোসেন এমপি রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি বলে জানাগেছে।
এ উপলক্ষে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে অডিটোরিয়ামটি রঙিন বেলুন ও ফেস্টুন দিয়ে সজ্জাকরণ করা হয়। ইউএনও নাজমুন নাহার সকাল সাড়ে দশটায় ফিতা কেটে ভূমি সেবা সপ্তাহের শুভ সূচনা করেন।
আলোচনার প্রারম্ভে পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম মো. আমিনুল ইসলাম ও পবিত্র গীতা পাঠ করেন উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি মলয় কুমার দেব।
অনুষ্ঠানের শুরুতে ভূমি সেবা সপ্তাহের উপরে একটি ভিডিও ক্লিপ প্রদর্শন করা হয়। অতপর স্বাগত বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) তাসমিয়া আক্তার রোজী। অন্যান্যের মধ্যে আলোচনা সভায় উপজেলা কৃষি অফিসার শারমিন জাহান,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক মাহবুব উল আলম,উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্ম কর্তা আযম,ইউপি চেয়ারম্যান সুলতানা জাহান বকুল ও ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান,ভূমি অফিসের কানুনগো মো.মতিউল ইসলাম, সহকারী ভূমি উন্নয়ন কর্মকর্তা ইকবাল হোসেন ও হাবিবুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। নানাবিধ তথ্য-উপাত্তসহ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজ সেবা অফিসার মো.জাহিদুল ইসলাম।
অনুষ্ঠানে ভূমি সংক্রান্ত স্মার্ট সেবা সমূহ, যেমন- স্মার্ট ভূমি উন্নয়ন কর প্রদান,স্মার্ট নামজারি,স্মার্ট খতিয়ান (পর্চা),স¥ার্ট জমির ম্যাপ পেতে করণীয় সম্পর্কে বিশদ বর্ণনাা দেন সহকারী কমিশনার(ভূমি) তাসমিয়া আক্তার। ভূমি সংক্রান্ত যেকোনো পরামর্শের জন্য ১৬১২২ নম্বরে ডায়াল করতে বলা হয়। এছাড়া উপজেলা ভুমি অফিসে নাগরিক সাধারণের জন্য এ সংক্রান্ত একটি সেবা বুথ স্থাপন করা হয়েছে।
পরে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতিতে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কুইজ পরিচালনা করেন সহকারী কমিশনার(ভূমি) তাসমিয়া আক্তার রোজী। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ইউএনও নাজমুন নাহার।
ভূমি সেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে সরকারী কর্মকর্তা,শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ,জনপ্রতিনিধি,সাংবাদিক,সুশিল সমাজের প্রতিনিধি,কৃষক প্রতিনিধি ও ছাত্র-ছাত্রীরা যোগদান করেন।