ভাঙ্গুড়া প্রতিনিধি :
পাবনার ভাঙ্গুড়া উপজেলার পারভাঙ্গুড়া ইউনিয়নের পাথরঘাটা গ্রামে প্রায় দু’শ একর ফসলি জমির জলাবদ্ধতা দূরীকরণে তাৎক্ষণিক প্রকল্প গ্রহণের নির্দেশ দিয়ে গ্রামবাসীর প্রশংসা কুড়ালেন ইউএনও নাজমুন নাহার।
পাথরঘাটা গ্রামের কৃষক সানোয়ার হোসেন বলেন,চারতলা মসজিদের সামনে ৮শ মিটার লম্বা একটি ক্যানেল ফসলি জমির (ব্যারের বিল) সাথে সংযুক্ত থাকলেও সংস্কারের অভাবে উহা ভরাট হয়ে গেছে। ফলে পানি নিষ্কাশনের অভাবে জলাবদ্ধতা সৃষ্টি হয়। তখন মাঠের ফসল ক্ষতিগ্রস্থ হয়। তাই আগাম প্রস্তুতির জন্য গ্রামবাসীর আবেদনের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্যানেলটি সংস্কারের নির্দেশ দেন। এ ঘটনায় গ্রামবাসী ইউএনও’র ভূয়সী প্রশংসা করেন।
পারভাঙ্গুড়া ইউনিয়নের চেয়ারম্যান হেদায়তুল হক বলেন, ক্যানেলটি খননের তাৎক্ষণিক নির্দেশনা পাওয়ায় দ্রæত কাজটি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আলম বলেন, ক্যানেলটি সংস্কারের পর কাজের বিনিময়ে টাকা(কাবিটা) প্রকল্পের আওতায় সমন্বয় করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার বলেন,জমির ফসল রক্ষা ও জলাবদ্ধতা নিরসনের মাধ্যমে খাদ্য উৎপাদন বাড়াতে সরকার বদ্ধপরিকর। তাই এই ক্যানেল সংস্কারে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এছাড়া প্রকল্পটির সাথে বৃহৎ জনগোষ্ঠার স্বার্থ জড়িত বলে তিনি জানান।