ভাঙ্গুড়া সংবাদদাতা :
পাবনার ভাঙ্গুড়া উপজেলার অধিবাসীদের দীর্ঘ প্রত্যাশিত ভাঙ্গুড়া-নওগাঁ সড়কে অবশেষে পাকাকরণের কাজ শুরু হয়েছে। প্রথম পর্যায়ে উপজেলার নৌবাড়িয়া থেকে পরমানন্দপুর পর্যন্ত সাড়ে পাঁচ কিলোমিটার সড়ক পাকা করা হবে বলে এলজিইডি’র কর্মকর্তারা জানিয়েছেন। বরেন্দ্র লিমিটেড নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি করছে।
জানাগেছে,প্রধানমন্ত্রীর প্রতিশ্রæত ও স্থানীয় সংসদ সদস্য মকবুল হোসেনের প্রচেষ্টায় ২০১৮ সালে এলজিইডি চলনবিলের মধ্য দিয়ে ১৬ কিলোমিটর দৈর্ঘ্যরে এই সড়কে মাটির কাজ ও ব্রিজ নির্মাণ শেষ করে। পরে উপজেলার খানমরিচ ইউনিয়নের চন্ডিপুর পর্যন্ত রাস্তার টপ হেরিংবন করা হয়। বিগত কয়েক বছর এই সড়কে উপর্যুপরি ভারী যানবাহন যাতায়াত করায় ইট ভেঙ্গে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।
খানমরিচ ইউনিয়নের পাটুল গ্রামের সোহেল ও পরমানন্দপুর গ্রামের নুরুজ্জামান বলেন,সড়কটি হাটিকুমরুল-নাটোর হাইওয়ের সাথে সংযুক্ত হওয়ায় রাজধানীর সাথে ভাঙ্গুড়ার যোগাযোগের ক্ষেত্রে ব্যাপক উন্নতি ঘটে। এখন রাস্তাটি পাকাকরণের কাজ শুরু করায় দীর্ঘ প্রত্যাশিত সুবিধা তারা পেতে যাচ্ছেন। তবে দুই মাস যাবত পুরো সড়কে খোয়া ফেলে রাখায় এলাকাবাসী দুর্ভোগের শিকার হয়েছেন।
উপজেলা প্রকৌশলী আফ্রোজা পারভিন বলেন,এখন সাড়ে ৫ কিলোমিটার সড়ক কার্পেটিং হবে। এজন্য কাজ শুরু হয়েছে। এ প্রকল্পে পাঁচ কোটি টাকা বরাদ্দ পাওয়া গেছে। পরবর্তী প্রকল্পে অবশিষ্ট রাস্তা পাকা করা হবে বলে তিনি ডিডিএন নিউজকে জানিয়েছেন।
সরেজমিন দেখা যায়,দুই মাস পুর্বে রাস্তার কাজ শুরু করা হয়। ঠিকাদারের লোকেরা রাস্তার টপে বিছানো ইট তুলে ফেলে এবং উহা ভেঙ্গে খোয়ায় রুপান্তর করে। এভাবে পুরো রাস্তায় খোয়া ছড়িয়ে রাখায় জনসাধারণ ও যানবাহন চলাচলে খুবই অনুবিধা সৃষ্টি হয়েছে। অথচ কিছু অংশ খোয়া ও বালু দ্বারা কমপ্যাকশন করে সামনে এগুলো কাজও হতো,আবার চলাচলেও বিঘœ ঘটতো না। এ দিকে ২১ মে এখানে উপজেলা পরিষদ নির্বাচন। রাস্তার এমন অবস্থায় খানমরিচ ও দিলপাশার ইউনিয়নে নির্বাচনী কর্মকর্তা,নিরাপত্তা বাহিনী ও আইন শৃংখলা বাহিনীর সদস্য এবং তাদের মালামাল পরিবহনসহ প্রভৃতি ক্ষেত্রে সংকট তৈরি হয়েছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাজমুন নাহার বলেন,আগামী ২১ মে ভাঙ্গুড়া উপজেলা পরিষদ নির্বাচন। তাই এর আগেই সড়কের একটা পাশ রোলিং করে যান চলাচলের উপযোগি করতে নির্দেশ দেওয়া হয়েছে। তখন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ সকলেই ঐ রাস্তায় মুভ করতে পারবেন বলে তিনি আশা করেন।