পাবনা প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়া উপজেলা পরিষদের কার্যালয় নতুন প্রশাসনিক ভবন স্থান্তান্তর করা হয়েছে। এ উপলক্ষ্যে গত বুধবার নতুন ভবনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ মকবুল হোসেন,মাননীয় সংসদ সদস্য ৭০,পাবনা-০৩, ও সদস্য পিটিশন কমিটি ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার।
এতে অন্যান্যের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাসমীয়া আক্তার রোজী, ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ নাজমুল হক,উপজেলা লাইভস্টক কর্মকর্তা ডা.রুমানা আক্তার রোমি, মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা, প্রকল্প অফিসার ফেরদৌস আলম,সমাজ সেবা অফিসার মোঃ জাহিদুল ইসলাম,সমবায় কর্মকর্তা মোঃ মজিবর রহমান,উপজেলা ইন্জিনার মোছাঃ আফরোজা পারভিনসহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে মাননীয় সংসদ সদস্য ফিতা কেটে নতুন নম্মেলন কক্ষের উদ্বোধন করেন।
উল্লেখ্য,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি ভার্চুয়ালি এই নবনির্মিত প্রশাসনিক ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।