পাবন প্রতিনিধি: ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ সহ উপজেলায় প্রথমস্থান অর্জন করেছে ফারাহ ফেরদৌস নিঝুম। তার প্রাপ্ত নম্বর ১২১৬। নিঝুম পৌরসভার মমতাজ-মোস্তফা আইডিয়াল স্কুলের শিক্ষার্থী। সে বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশ গ্রহণ করে। উপজেলার চরভাঙ্গড়া গ্রামের আব্দুল হান্নান ও শবনম অনুপা দম্পতির একমাত্র মেয়ে সে।
নিঝুম যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিতে (এমআইটি)পড়াশোনা করতে চায়। অপরদিকে গোল্ডেন জিপিএ-৫ সহ উপজেলায় দ্বিতীয় স্থান অর্জন করেছে ভাঙ্গুড়া মডেল স্কুল এন্ড কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নওশিন অর্পি। তার প্রাপ্ত নম্বর ১২১৪। সে সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী অনার্স কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক মোহাম্মদ সোহায়েল সাচ্চুর মেয়ে। অর্পির স্বপ্ন, ভবিষ্যতে মানবিক চিকিৎসক হওয়া,রুকাইয়া তাসমানিয়া রথি’র স্বপ্ন চিকিৎসক ও নাইমুর রহমান ইভানের স্বপ্ন বিসিএস ক্যাডার।
ভাঙ্গুড়া মডেল স্কুলের প্রধান শিক্ষক মোঃ আলতাব হোসেন বলেন ভাঙ্গুড়া মডেল স্কুলের তিন পরিচালকের তিন জন ছেলে-মেয়ে-নওশিন অর্পি-১২১৪,রুকাইয়া তাসমানিয়া রথি-১১৯১ ও নাইমুর রহমান ইভান-১১৭২ নম্বর পেয়ে গোল্ডেন জিপিও ৫ সহ পাশ করে স্কুলটি’র সাফল্যের ধারা অব্যাহত রেখে শতভাগ পাশ করেছে অত্র প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী। এছাড়া গোল্ডেন জিপিএ-৫ সহ ১২১১ নম্বর পেয়ে তৃতীয় স্থানে রয়েছে মমতাজ মোস্তফা আইডিয়াল স্কুলের বিজ্ঞান বিভাগের আরেক শিক্ষার্থী নিশাত জামিল আলফি।
সে বেসরকারি সংস্থা আশার সাঁথিয়া শাখার সিনিয়র লোন অফিসার জাহাঙ্গীর আলমের ছেলে। আলফির বাড়ি সাঁথিয়ার কাশিনাথপুরে। সে বড় হয়ে চিকিৎসক হতে চায়। মমতাজ-মোস্তফা আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক আব্দুল হাকিম বলেন, বরাবরের মতো এবারও এসএসসিতে উপজেলায় শীর্ষস্থান ধরে রেখেছে প্রতিষ্ঠানটি। এ বছরে পাশের হার ৯৯ শতাংশ। তিনি বিদ্যালয়ের এসকল কৃতি শিক্ষার্থীদের জীবনের সার্বিক সফলতা কামনা করেন।