ভাঙ্গুড়া প্রতিনিধি:
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে মোবাইল কোর্টের মাধ্যমে ভাগুড়া উপজেলার দিলপাশার ইউনিয়ন এর পাছপাটুল নামক স্থানে বাধের পাশে কৃষি জমি হতে ভেকু দিয়ে মাটি উত্তোলনের অভিযোগে এক ব্যক্তিকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাসমীয়া আক্তার রোজী । মাটি উত্তোলনকারীর নাম কামরুজ্জামান পিন্টু (৪৬)। তিনি উপজেলার দিলপাশার ইউনিয়নের পাটুল গ্রামের বাসিন্দা।
জানাগেছে,কামরুজ্জামান রাতের অন্ধকারে কৃষিখেত থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করে বিক্রি করেন। এছাড়া নদী-খাল ও সরকারি জমি থেকেও তিনি মাটি কেটে পাচার করেন। ঘটনার দিন রাতে তিনি ভেকু,ড্রাইভারসহ মিনি ট্রাক ও লেবার নিয়ে মাটি কেটে পাচারের মূহুর্তে ভ্রাম্যমান আদালত তাকে হাতেনাতে ধরে ফেলেন।
উপজেলা নির্বাহী অফিসার মোছা.নাজমুন নাহার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন.বৃহস্পতিবার রাত ১১ টা হতে ৩ টা পর্যন্ত মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাসমীয়া আক্তার রোজী। এ সময় ঘটনাস্থলে মাটি কাটার ভেকু, মিনিট্রাক ও ড্রাইভার সহ মাটি কাটার সকল প্রমাণ পাওয়া যায় ৷
স্থানীয় লোকজনের বক্তব্য ও স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অভিযুক্ত কামরুজ্জামান পিন্টু (৪৬), গ্রাম: পাটুল নামক এক ব্যক্তিকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ১,০০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানার অর্থ যথাযথভাবে আদায় করা হয় বলেও ইউএনও ডিডিএন নিউজকে জানিয়েছেন। তখন ভাংগুড়া থানার পুলিশ সদস্যের একটি চৌকস দল আদালতকে সার্বিক সহযোগিতা করেন ।।