ভাঙ্গুড়া প্রতিনিধি :
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবি(এনজিও)পরিচালিত হত দরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে ৮টি মহিলা সমিতি অভুতপূর্ব সাফল্য অর্জন করেছে। এখন তারা পুরোপুরি স্বনির্ভর। এজন্য সিসিডিবি কর্তৃপক্ষ বুধবার (১৫ মে) আনুষ্ঠানিক ভাবে সমিতিগুলোর কাছে তাদের নিয়ন্ত্রণ ও ব্যাংকিং সিগনেটরি পাওয়ার হস্তান্তর করেছে। ফলে এসব নারী সদস্যরা এখন নিজেদের সমিতি নিজেরা পরিচালনা করবে। পুর্বে ব্যাংক হিসাবে লেনদেনের সিগনেটরি পাওয়ার ছিল সিসিডিবি’র হাতে।
উপজেলা পল্লি উন্নয়ন বোর্ডের সম্মেলন কক্ষে আয়োজিত ঐ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউএনও মোছা.নাজমুন নাহার। অন্যান্যের মধ্যে উপজেলা সমাজ সেবা অফিসার মো.জাহিদুল ইসলাম,পল্লি উন্নয়ন কর্মকর্তা মো.মামুনার রশিদ,সমবায় অফিসার মো.মজিবর রহমান,টিএসপির নির্বাহী পরিচালক মোহাম্মদ আলী বাবলু,ইউপি চেয়ারম্যান মো.হেদায়েতুল্লাহ ও পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র বরাত আলী উপস্থিত ছিলেন।
হস্তান্তরিত সমিতিগুলো হলো উপজেলার কালিবাড়ি রজনীগন্ধা মহিলা সমিতি,অষ্টমণিষা একতা মহিলা সমিতি,ভদ্রপাড়াা মহিলা সমিতি, চরভাঙ্গুড়া খাঁপাড়া মহিলা সমিতি,রাঙ্গালিয়াা মহিলা সমিতি, ঝি:কলকতি মহিলা সমিতি,উত্তর কলকতি মহিলা সমিতি,দিয়াপাড়া শৈবাল মহিলা সমিতি।
এই ৮টি সমিতির মোট সদস্য সংখ্যা ৬৫৭ এবং তাদের বর্তমান মুলধনের পরিমান ১ কোটি ৫৫ লাখ ২৮হাজার ২২০টাকা বলে সিসিডিবি’র কম্যুনিটি অর্গানাইজার এ্যালবার্ট সমাদ্দার জানিয়েছেন।
চরভাঙ্গুড়া খাঁপাড়া মহিলা সমিতির সভাপতি ছখিনা খাতুন বলেন, ৯১জন সদস্য এবং ৪৫হাজার ৫০০টাকা নিয়ে এনজিও সিসিডিবি’র আওতায় সমিতি করেছিলেন তারা। এখন সমবায় অধিদপ্তরের নিবন্ধন নেওয়া হয়েছে। বর্তমানে সিসিডিবি’র নিয়ন্ত্রণ মুক্ত হয়ে ২৮ লাখ ১০হাজার টাকা সঞ্চিত মুলধন নিয়ে নিজেদের ব্যবস্থাপনায় নিজ সমিতি পরিচালনার দায়িত্ব পেয়ে তারা খুশি।
সিসিডিবি’র এরিয়া ম্যানেজার মি.ডেনিস মারান্ডি বলেন,২০০৭ সালে সমিতি গঠনের মাধ্যমে হতদরিদ্র নারীদের সংঘটিত করা হয় এবং তাদের স্বনির্ভর করার লক্ষ্যে সঞ্চয় গ্রহন এবং ঋণ কার্যক্রম চালু করা হয়। এ উপজেলায় মোট ২৭টি মহিলা সমিতির মধ্যে ৮টি অভুতপূর্ব সাফল্য অর্জন করায় আনুষ্ঠানিক ভাবে তাদের উপর থেকে সিসিডিবি’র নিয়ন্ত্রণ তুলে নেওয়া হয়েছে বলে তিনি জানান।