ভাঙ্গুড়া প্রতিনিধি :
সুখী ও স্মার্ট বাংলাদেশ কামনার মাধ্যমে পাবনার ভাঙ্গুড়া উপজেলায় বাংলা নববর্ষ ১৪৩০(পহেলা বৈশাখ)উদযাপিত হয়।
এ উপলক্ষ্যে শুক্রবার সকালে উপজেলার শিশু পার্ক ও মেহগুণি চত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষের শুভ লগ্নে জাতীয় সঙ্গীত ও বৈশাখের গান এসো হে বৈশাখ পরিবেশন করা হয়।
স্কুলের উৎসাহী বাচ্চারা রঙিন সাজে বৈশাখকে বরণ করে। দু’জন কৃষক মহিষের গাড়িতে বাচ্চাদের নিয়ে মেহগুণি চত্তরের ছাঁয়াঘেরা আবহে উৎবের আমেজ তৈরি করে। এ সময় বেজে ওঠে জাতীয় সঙ্গিত আতপর বৈশাখের গান- এসো হে বৈশাখ এসো এসো—।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদ হাসান খান দিনটি উপলক্ষ্যে তার বক্তব্যে সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন,এই শুভ নববের্ষর প্রাক্কালে আমাদের প্রার্থনা,আমরা যেন সমস্ত অন্ধকার ও বাধাবিপত্তি দূর করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ঘোষিত একটি সুখী ও সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ার কাজে নিজেদের নিবেদন করতে পারি।
সংক্ষিপ্ত এ আয়োজনে উপজেলা সদরের কয়েকটি স্কুলের শিক্ষার্থী,শিক্ষক,সাংবাদিক,সরকারি কর্মকর্তা ও সুশিল সমাজের প্রতিনিধিরা যোগদান করেন।