ভাঙ্গুড়া প্রতিনিধি: পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলায় নানা নকর্মসূচীর মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে কৃষি প্রযুক্তি মেলা। এ উপলক্ষ্যে সোমবার(২০ মার্চ)উপজেলা পরিষদে বীর মুক্তিযোদ্ধা এম হোসেন আলী অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয় ।
এতে উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রনজু,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আজিদা পারভিন পাখি,উপজেলা কৃষি অফিসার শারমিন জাহান,উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার মো: মামুনুর রশিদ,প্রেসক্লাব সভাপতি অধ্যাপক মাহবুব-উল-আলম,সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রতাপ কুমার মন্ডল,সাংবাদিক বিকাশ কুমার চন্দ,উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই প্রমুখ বক্তব্য দেন।
এর আগে কৃষিবিদ,জনপ্রতিনিধি,সরকারি কর্মকর্তা,সাংবাদিক ও কৃষকদের অংশ গ্রহনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা পরিষদ প্রাঙ্গন প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানের প্রধান অতিথি আলহাজ মো: মকবুল হোসেন এমপি রাস্ট্রীয় কাজে ব্যস্ত থাকায় ও সভাপতি ইউএনও মোহাম্মদ নাহিদ হাসান খান,বিশেষ অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো:বাকি বিল্লাহ ও মেয়র গোলাম হাসনাইন রাসেল জেলা প্রশাসনের জরুরী মিটিং এ ব্যস্ত থাকায় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। এজন্য উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রনজু তাদের পক্ষে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করেন জানা যায়।
তিন দিন ব্যাপী(২০মার্চ হতে ২২মার্চ)এই কৃষি প্রযুক্তি মেলায় বিশটি স্টল স্থাপন করা হয়। এতে কৃষির টেকসই উন্নয়নে নানা প্রযুক্তির ব্যবহার ও কৌশল প্রদর্শন করা হয়। এছাড়া প্রদর্শনী প্ল্ট,কৃষি উপকরণ,ক্ষতিকর পোকা নিধনের যন্ত্রপাতি ও কীটনাশকের ব্যবহার সংক্রান্ত তথ্য এবং পোষ্টার প্রদর্শন করা হয়।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শারমিন জাহান বলেন,আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় এই মেলার আয়োজন করা হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের বাংলাদেশে প্রতিটি মানুষের খাদ্য,বাসস্থান,শিক্ষা ও উন্নত জীবনের অধিকার প্রতিষ্ঠায় কৃষিতে প্রযুক্তি ব্যবহার ও টেকসই উন্নয়ন ঘটাতেই এই মেলার আয়োজন।
এছাড়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ¦বান “এক ই্ঞ্চ জমিও যেন অনাবাদি না থাকে” তা নিশ্চিত করতে মেলার স্টলগুলোতে মডেল চিত্র প্রদর্শনীর মাধ্যমে কৃষকদের উদ্বুদ্ধ করা হয় বলেও তিনি জানান।