ভাঙ্গুড় প্রতিনিধি :
শনিবার পাবনার ভাঙ্গুড়া উপজেলায় প্রাণি সম্পদ প্রদর্শনী-২০২৩ অনুষ্ঠিত হয়। প্রাণি সম্পদ অধিদপ্তরের ভাঙ্গুড়া কার্যালয় প্রাঙ্গণে এই প্রদর্শনীর আয়োজন করেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: মোছা: রুমানা আকতার রোমি।
সকালে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদ হাসান খান। এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম হাসনাইন রাসেল। প্রদর্শনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রাণি সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা: মাশরুবা হক।
অনুষ্ঠানের প্রধান অতিথি পাবনা-৩ এলাকার সংসদ সদস্য ও ভুমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ মো: মকবুল হোসেন রাস্ট্রীয় কাজে ব্যস্ততার কারণে তাঁর পুত্র মেয়র গোলাম হাসনাইন রাসেল এবং উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদ হাসান খান প্রদর্শনীর উদ্বোধন করেন।
এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রনজু, সমাজ সেবা কর্মকর্তা মো: জাহিদুল ইসলাম,প্রেসক্লাব সভাপতি অধ্যাপক মাহবুব-উল-আলম,সিনিয়র সহসভাপতি প্রভাষকগিয়াস উদ্দিন, সাংবাদিক আব্দুর রহিম,বিকাশ চন্দ,মিনু রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
দিন ব্যাপী এই প্রদর্শনীতে বিশটি স্টল স্থাপন করা হয়। এতে উন্নত জাতের সব পশু-পাখি শোভা বর্দ্ধন করে। এলাকার কৃষকরা তাদের খামারের স্মার্ট পশু-পাখিগুলো প্রদর্শন করেন। একটি স্টলে একজন কৃষক ৭/৮ লক্ষ টাকা মুল্যের একটি ষাঁঢ় গরু প্রদর্শন করেন। দু’জন কৃষক উন্নত জাতের ছাগলের পাঠা প্রদর্শন করেন। এছাড়া অসংখ্য গবাদিপশু,হাঁস-মুরগী,কবুতর এই প্রদর্শনীতে জায়গা করে নেয়।
উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: মোছা: রুমানা আকতার রোমি বলেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশে উন্নত জাত ও অধিক উৎপাদনশীল পশু-পাখির লালন-পালন বৃদ্ধিতে খামারী ও কৃষকদের মাঝে উৎসাহদানের লক্ষ্যে এই প্রদর্শনীর আয়োজন করা হয়। এছাড়া সপ্তাহ ব্যাপী এর ইতিবাচক প্রচার-প্রচারণার জন্য বিভিন্ন স্থান ও প্রতিষ্ঠানে নানা কর্মসূচী গ্রহন করা হয়েছে। এজন্য তিনি সকলের সহযোগীতা কামনা করেন।
প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে ভাঙ্গুড়া উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা,সাংবাদিকবৃন্দ,মাঠ পর্যায়ের পশু চিকিৎসক,গবাদিপশুর খামারী প্রতিনিধি,সুশিল সমাজের প্রতিনিধি,রাজনীতিক ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।