পাবনার ভাঙ্গুড়া উপজেলায় বীর মুক্তিযোদ্ধ এম.হোসেন আলী অডিটরিয়ামে মঙ্গলবার সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদ হাসান খান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাবনা-৩ এলাকার সংসদ সদস্য ও ভুমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ মো: মকবুল হেসেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো: বাকি বিল্লাহ,ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ মো: রাশিদুল ইসলাম,উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রনজু ও আজিদা পারভীন পাখি, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন, সাবেক সভাপতি আব্দুল জব্বার মাষ্টার, মুক্তিযোদ্ধা কমান্ডার সাবেক মোকছেদুর রহমান, পূজা উদযাপন কমিটির সভাপতি মলয় কুমার দেব, ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রতাপ কুমার মন্ডল।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইবনুল হাসান শাকিল,যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হাসান আরিফ, সদর ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক টুকুন, অষ্টমনিষা ইউপি চেয়ারম্যান সুলতানা জাহান বকুল, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি প্রভাষক গিয়াস উদ্দীন।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা,শিক্ষক,সাংবাদিক,সমাজকর্মী,ধর্মীয় নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিরা যোগদান করেন।