ভাঙ্গুড়ায় বিশ্ব নদী দিবস পালন
প্রতিবেদকের নাম :
-
আপডেটের সময় :
রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
-
১১৫
সময় দর্শন
-
ভাঙ্গুড়া প্রতিনিধি :
বিশ্ব নদী দিবস উপলক্ষে রবিবার পাবনার ভাঙ্গুড়া উপজেলায় আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদ হাসান খান। উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এ সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ বাকি বিল্লাহ।
আলোচনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রনজু,মহিলা ভাইস চেয়ারম্যান আজিদা পারভিন পাখি,প্রেসক্লাব সভাপতি অধ্যাপক মাহবুব উল আলম, সরকারি হাজী জামাল উদ্দিন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রতাপ কুমার মন্ডল, বেসরকারি উন্নয়ন সংস্থা’র (এনজিও) পক্ষে টিএসপি’র নির্বাহী পরিচালক মোহাম্মদ আলী বাবলু প্রমুখ।
এছাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,সরকারি কর্মকর্তা,হাজী জামাল উদ্দিন কলেজের শিক্ষকবৃন্দ,সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অনুষ্ঠানে যোগদান করেন।
এর আগে দেশের নদ নদী রক্ষায় উপজেলা প্রশাসন ও এনজিও প্রতিনিধিরা একটি শোভাযাত্রা বের করেন।
Please Share This Post in Your Social Media
এই বিভাগের আরও খবর