পাবনার ভাঙ্গুড়ায় পারিবারিক কলহের জের ধরে গ্যাস ট্যাবলেট সেবন করে সাথী খাতুন (২৫) নামে এক গৃহবধু আত্মহত্যা করেছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার খানমরিচ ইউনিয়নের পূর্বরামনগর গ্রামে। নিহত সাথী ওই গ্রামের মিলন আলীর স্ত্রী ও দুই সন্তানের জননী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১০ বছর আগে ভাঙ্গুড়ার খানমরিচ ইউনিয়নের পূর্বরামনগর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে মিলন হোসেনের (২৮) সাথে একই ইউনিয়নের ময়দানদীঘি গ্রামের শাহ্ আলমের মেয়ে সাথী খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই পারিবারিক কিছু বিষয় নিয়ে শাশুড়ি ও গৃহবধূর মধ্যে বিরোধ চলছিল। তাদের একটি মেয়ে ও একটি পুত্র সন্তান রয়েছে।
একপর্যায়ে শুক্রবার (২৭ আগস্ট) সকালে সাথীর সাথে তার শাশুড়ির ঝগড়া হয়। এরই জের ধরে শনিবার সকালে ঘরে রাখা ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়ে সাথী। পরে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে ভাঙ্গুড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে পাবনা সদর হাসপাতালে হস্তান্তর করে। পাবনা যাওয়ার পথে বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়।
এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ওসি মুঃ ফয়সাল বিন আহসান বলেন, মরদেহ উদ্ধার করে পাবনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা তা ময়নাতদন্তের পর জানা যাবে।