কাতার বিশ্বকাপে ব্রাজিলের জন্য নেইমার জুনিয়র গুরুত্বপূর্ণ খেলোয়াড়। বিশ্বকাপ জেতার সামর্থ্য ও প্রতিভা আছে তার। দলও তার ওপর নির্ভরশীল। তবে পিএসজি তারকাকে শো অফ বন্ধ করে খেলায় মন দিতে হবে বলে মন্তব্য করেছেন ব্রাজিলের বিশ্বকাপ জয়ী কিংবদন্তি রোনালদো নাজারিও।
সাবেক রিয়াল মাদ্রিদ এবং বার্সা তারকার মতে, দলটা ব্রাজিল বলেই কাতারে শিরোপা জয়ের সম্ভাবনা আছে তাদের। অনেক প্রতিভাবান তরুণ আছে কোচ তিতের হাতে। সঙ্গে বিশ্বকাপে নেইমারের ফিট থাকতে হবে বলে আর্জেন্টাইন সংবাদ মাধ্যম ওলে’কে জানিয়েছেন তিনি।
রোনালদো বলেছেন, ‘ব্রাজিলিয়ানদের তার প্রতি মনোভাব পরিষ্কার। সকলেই চান নেইমার বিশ্বকাপ জিতুক। সে অনেক প্রতিভাবান। মাঠে তাকে ওই প্রতিভা দেখাতে হবে এবং শো অফ বন্ধ করতে হবে। এটাই তাকে মাঠে শান্ত থেকে ভালো ফুটবল খেলতে সহায়তা করবে।’
ব্রাজিলের দলটা কাতার বিশ্বকাপ জেতার মতো বলেও উল্লেখ করেছেন রোনালদো, ‘কাতার বিশ্বকাপের ফেবারিট ব্রাজিল কারণ আমাদের দলে ওই প্রতিভা আছে। আমি মনে করি, যদি নেইমার শারীরিকভাবে শতভাগ ফিট থাকেন এবং বিশ্বকাপে মনোযোগ রাখতে পারেন তাহলে আমরা বিশ্বকাপ জিতবো।’