পাবনার ভাঙ্গুড়া উপজেলায় জাতীয় পাবলিক সার্ভিস দিবস-২০২২ উদযাপন উপলক্ষে নানা কর্মসূচীর আয়োজন করা হয়।
দিসবটি উপলক্ষে শনিবার সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে যুক্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষন প্রচারের ব্যবস্থা করা হয়।
পরে উপজেলা নির্বাহী অফিসার
মোহাম্মদ নাহিদ হাসান খান এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) বিপাশা হোসাইন।
অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা অফিসার মো: জাহিদুল ইসলাম, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আলী আজম, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক মাহবুব উল আলম, সি:সহ-সভাপতি প্রভাষক গিয়াস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রায়হান আলী, সাংবাদিক মানিক হোসেন, আব্দুল আজিজ, মেহেদী হাসান রানা ও শেখ সাখাওয়াত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
ইউএনও মোহাম্মদ নাহিদ হাসান খান তার বক্তব্যে বলেন, জনগনের সেবায় সরকারি দপ্তরের সকল দরজা সব সময় খোলা থাকবে। একই সঙ্গে সরকারের সব ধরনের সেবা আমরা সম্পুর্ন হয়রানিমুক্ত ভাবে জনগনের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে কাজ করে যাচ্ছি।
তিনি আরো বলেন, সরকারি অফিসে এসে কাজ না পেলে কিংবা কেউ উৎকোচ দাবি করলে বিষয়টি সরাসরি তাকে জানানোর জন্য পরামর্শ দেন।