ভাঙ্গুড়া সংবাদদাতা:
পাবনার ভাঙ্গুড়ায় বাল্য বিয়ের আয়োজন করায় কনের পিতাকে ৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এ কারণে বিয়েটাও ভেঙ্গে গেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকালে উপজেলার চরভাঙ্গুড়া গ্রাামে।মেয়েটির নাম মিম খাতুন(১৬)। তার বাবার নাম মিলন হোসেন(৩৯)।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নাহিদ হাসান খান জানান,জনৈক ব্যক্তি ফোনে তাকে জানান ১৬ বছর বয়সের একটি মেয়ের বাল্য বিয়ে দেওয়া হচ্ছে। তখন তিনি ঘটনাস্থলে যান এবং মোবাইল কোর্ট পরিচালনা করে বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারা মোতাবেক কনের পিতাকে ৬ হাজার টাকা অর্থদন্ড প্রদানের রায় দেন। একই সঙ্গে ১৮ বছর পুর্ণ না হওয়া পর্যন্ত মেয়েটির বিয়ে বন্ধ রাখা হবে মর্মে একটি মুচলেকা পত্র লিখে নেওয়া হয়। রায় বাস্তবায়নে থানা পুলিশ আদালতকে সহায়তা করে।
এদিকে ভ্রাম্যমান আদালতের রায়ের পর বরের লোকজন কনের বাড়িতে আর আসেনি। তাদের জন্য রান্নার আয়োজনও পন্ড হয়ে গেছে বলে স্থানীয়রা জানান।