ভাঙ্গুড়া(পাবনা)সংবাদদাতা:
পাবনার ভাঙ্গুড়ায় প্রধানমন্ত্রীর পাকা বাড়ি পেলেন আরো ১৫টি ভুমিহীন পরিবার। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদ হাসান খান বৃহস্পতিবার আনুষ্ঠানিক ভাবে ঐ বাড়ির চাবি হস্তান্তর করেন। দীর্ঘ প্রতীক্ষার পর অসহায় নি:স্ব জান্নাতুল ফেরদৌস (হামিদা)বলেন “আজ আমি খুবই আনন্দিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার পেয়ে আবেগে আপ্লুত হয়ে তিনি বলেন, গরীব-অনাথ ভুমিহীনদের জন্য শেখ হাসিনার মত দয়াবান শাসক যা করলেন তা বাংলাদেশে ইতিহাস হয়ে থাকবে।
এসময় ভাঙ্গুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ বাকিবিল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গোলাম হাসনাইন রাসেল, উপজেলা সহকারীর কমিশনার (ভূমি) বিপাশা হোসাইন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ গোলাম হাফিজ রন্জু, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আজিদা পারভীন পাখি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলাম ফারুক টুকন, মোঃ মনোয়ার হোসেন মিঠু,ভাঙ্গুড়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি প্রভাষক মোঃ গিয়াস উদ্দিন, উপজেলা পর্যারের সকল সরকারি কর্মকর্তা, ভূমিহীন পরিবারসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।।