ভাঙ্গুড়া প্রতিনিধি:
পাবনার ভাঙ্গুড়া উপজেলার ‘দি ভাঙ্গুড়া সেন্ট্রাল কো-অপারেটিভ মালটিপারপাস সোসাইটি লি:’ এর ১২ কোটি টাকার সম্পত্তি দখলের অপচেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। সোসাইটির সভাপতি মো: আকতার হোসেন ঐ সম্পত্তি রক্ষার জন্য রাজশাহী বিভাগের যুগ্ম নিবন্ধক বরাবরে একটি লিখিত আবেদন করেছেন।
আকতার হোসেন জানান,ভাঙ্গুড়া বাজারের প্রাণকেন্দ্রে সোসাইটির ৫৯ শতাংশ জমি রয়েছে। সেখানে দ্বিতল ভবনসহ পুরাতন একটি গোডাউন রয়েছে। যার বর্তমান মূল্য ১২ কোটি টাকা। পুর্বে এখানে কো-অপারেটিভ ব্যাংক ছিল। ব্যাংকটি বন্ধ হয়ে যাবার পর ১৯৮৬ সাল থেকে ঐ ভবনটি ভাঙ্গুড়া পুলিশ স্টেশনের অস্থায়ী কার্যালয় হিসাবে ব্যবহারের জন্য ভাড়া নেয়। ভাঙ্গুড়ায় পুলিশের নতুন থানা কমপ্লেক্স ভবন নির্মাণের পর গত মে মাসে সোসাইটির জায়গা ও ভবন পুলিশ ছেড়ে দেয়।
তারপর একটি প্রভাবশালী মহল প্রধান গেটের তালা ভেঙ্গে ভবন ও জায়গা দখল নেওয়ার চেষ্টা করে। তারা কো-অপারেটিভ মালটিপারপাস সোসাইটির দ্বিতল ভবনের ভিতরের কক্ষে বঙ্গবন্ধুর একটি ছবি প্রতিস্থাপন করে। পরে অবশ্য ঐ ছবিটি সরিয়ে নেওয়া হয় বলে আকতার হোসেন জানান।
এই ঘটনার পর থেকে সোসাইটির জায়গা ও ভবন জবর দখলের আশংকা দেখা দিয়েছে। এজন্য প্রশাসনিক সহায়তা চেয়ে সোসাইটির পক্ষে উর্ধতন কর্তৃপক্ষের নিকট আবেদন জানানো হয়েছে।
উপজেলা সমবায় অফিসার রফিকুল ইসলাম জানান, দি ভাঙ্গুড়া সেন্ট্রাল কো-অপারেটিভ মালটিপারপাস সোসাইটি লি: এর ক্রয়কৃত সম্পত্তি এটি। সোসাইটির নামে নামজারীসহ ১৪২৮ বঙ্গাব্দ পর্যন্ত খাজনা পরিশোধ করা হয়েছে। তাই এই সম্পত্তির বৈধ মালিক ঐ সোসাইটি।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদ হাসান খান বলেন,সম্পদটি রক্ষার জন্য সোসাইটির সভাপতি আকতার হোসেন স্বাক্ষরিত একটি আবেদনের অনুলিপি তিনি হাতে পেয়েছেন । সে অনুযায়ী প্রশাসনিক সহায়তা প্রদানের জন্য তারা প্রস্তুত রয়েছেন বলে জানান।।