অনলাইন ডেস্ক:
সফরকালে কোয়ারেন্টিনের সময় নিয়ে স্বাগতিক শ্রীলঙ্কার কাছ থেকে এখনো পর্যন্ত কোন জবাব পায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তারপরও সফর নিয়ে ইতিবাচক জবাবের আশা নিয়ে নিজেদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এরই অংশ হিসেবে আজ খেলোয়াড়দের প্রথম আনুষ্ঠানিক কোভিড-১৯ পরীক্ষা করানো হয়েছে। স্কিল ট্রেনিং ক্যাম্পে ডাক পাওয়া ২৮ ক্রিকেটার সহ কোচিং স্টাফ ও সাপোর্ট স্টাফ মিলিয়ে সর্বমোট ৩৫জনের নমুনা পরীক্ষার জন্য জমা দেয়া হয়েছে। ২৪ ঘন্টার মধ্যে পাওয়া যাবে ফলাফল।
তিন ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি) বিসিবিকে জানিয়ে দিয়েছে যে, ঢাকা ছাড়ার আগে তারা যেন দুই দফা কোভিড-১৯ পরীক্ষা করিয়ে নেয়। এরই ধারাবাহিকতায় আজ প্রথম টেস্ট করানো হয়েছে। দ্বিতীয় টেস্ট করানো হবে আগামী ২৫ সেপ্টেম্বর। পুর্বের সুচি মোতাবেক এর ৭২ ঘন্টার মধ্যেই দেশ ছাড়ার কথা ক্রিকেট দলের।
বিসিবির চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী বলেন, ‘এটি হচ্ছে আমাদের প্রথম আনুষ্ঠানিক কোভিড-১৯ পরীক্ষা। লঙ্কান বোর্ড অফিসিয়ালিই আমাদের জানিয়ে দিয়েছে, সফরের আগে অন্তত দুইবার কোভিড পরীক্ষা করাতে হবে সফরকারী দলের সব সদস্যের। আজ প্রথম টেস্ট সম্পন্ন হল। দ্বিতীয় টেস্ট করানো হবে ২৫ সেপ্টেম্বর।
এর আগে খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের দুই দফা কোভিড-১৯ টেস্ট করিয়েছে বিসিবি। ডা. চৌধুরী বলেন, ‘ক্রিকেটারদের অবস্থা জানার জন্য ওই সব টেস্ট করানো হয়েছে বিসিবির নিজস্ব উদ্যোগে।’ এদিকে বাংলাদেশ সিরিজের আয়োজক শ্রীলঙ্কাকে জানিয়ে দিয়েছে যে তারা ১৪ দিনের কোয়ারেন্টিন মানতে পারবে না। এর পরিবর্তে অনুশীলনের সুযোগসহ কোয়ারেন্টিনের মেয়াদ ৭দিন করতে হবে। তবে বিসিবির ওই প্রস্তাবের কোনো জবাব এখনো দেয়নি এসএলসি।
#DDN/মাহবুব-উল-আলম