পাবনার ভাঙ্গুড়া উপজেলার কৈডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রয়াত সহকারী শিক্ষক ও দৈনিক খোলা কাগজের উপজেলা প্রতিনিধি মানিক হোসেনের বড় ভাই রাসেদুল হাসানের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে কৈডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক ও শিক্ষার্থীরা বিদ্যালয় চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করে।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, সহকারি শিক্ষা কর্মকর্তা সেলিম রেজা, মোঃ আজিম উদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাকরোজা খাতুন, মরহুমের পিতা বীরমুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন, ইউপি সদস্য সাগর হোসেন, সাবেক ইউপি সদস্য জাহিদুল ইসলাম, সাবেক প্রধান শিক্ষক আব্দুস সামাদ প্রমুখ।
অনুষ্ঠানে দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা সাইফুল ইসলাম। স্মরণসভায় বক্তারা মরহুম শিক্ষকের জীবনী আলোচনাসহ শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।