ভাঙ্গুড়া প্রতিনিধি::
যথাযোগ্য মর্যদা ও উৎসাহ-উদ্দীপনার সাথে সোমবার পাবনার ভাঙ্গুড়া উপজেলায় ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন করা হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর্যালে শ্রদ্ধ্ঞ্জালি অর্পণের মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়।
উপজেলা পরিষদের পক্ষে উপজেলা চেয়ারম্যান মো: বাকি বিল্লাহ,উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদ হাসান খান,পৌরসভার পক্ষে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মেয়র গোলাম হাসনাইন রাসেল,পুলিশ প্রশাসনের পক্ষে অফিসার ইনচার্জ মু.ফয়সাল বিন আহসান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
কর্মসূচী অনুযায়ী উপজেলা শিল্পকলা একাডেমী ও বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণও অনুরুপভাবে শ্রদ্ধা জানান।
সকাল এগারোটায় বীর মুক্তিযোদ্ধা এম. হোসেন আলী অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদ হাসান খান এর সভাপতিত্বে আলোচনা সভায় দিবসের তাৎপর্য ও গুরুত্বের প্রতি আলোকপাত করে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো: বাকি বিল্লাহ,পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম হাসনাইন রাসেল,উপজেলা সহকারী কমিশনার(ভুমি) বিপাশা হোসাইন,থানার অফিসার ইনচার্জ মু.ফয়সাল বিন আহসান,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আজিদা পারভিন পাখি,উপজেলা কৃষি কর্মকর্তা এনামুল হক,সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: আব্দুস সালাম,প্রেসক্লাব সভাপতি অধ্যাপক মাহবুব-উল-আলম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজ সেবা অফিসার মো: জাহিদুল ইসলাম।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা,শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ,সাংবাদিক,রাজনীতিক ও সুশিল সমাজের প্রতিনিধিরা যোগদান করেন।
আলোচনা সভা শেষে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আয়োজিত স্কুল-কলেজের শিক্ষার্থীদের বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ প্রচার করা হয়।
এছাড়া দিনটি উপলক্ষে উপজেলা আওয়ামীলীগ,পৌর আওয়ামীলীগ ও এর অংগ সংগঠনগুলো আলোচনা সভা ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধ্ঞ্জালি অর্পণসহ নানা কর্মসূচী পালন করে।