পাবনার ভাঙ্গুড়ায় সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে ৮ দিনব্যাপী ২৯ তম বই মেলা ও সাংস্কৃতিক উৎসবের শুভ উদ্বোধন করা হয়েছে।
রোববার সন্ধ্যায় ভাঙ্গুড়া সচেতন সাহিত্য-সাংস্কৃতিক পরিষদের সভাপতি মোঃ আবু সাঈদ বাদশার সভাপতিত্বে এ মেলার উদ্বোধন করেন ইউএনও মোহাম্মদ নাহিদ হাসান খান ও মেয়র গোলাম হাসনাইন রাসেল।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য আসলাম আলী, সংরক্ষিত সদস্য গুলশাহানারা লিপি, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান আজিদা পারভীন পাখি, ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ রফিকুল ইসলাম রবি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হাসান আরিফ, সাংগঠনিক সম্পাদক ইবনুল হাসান শাকিল, উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুল হাসান বিপ্লব, সাধারণ সম্পাদক মেহেদী হাসান মামুন ও ভাঙ্গুড়া সচেতন সাহিত্য-সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম বাবুল প্রমূখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজের প্রভাষক রবিউল করিম।
সার্বিক সহযোগিতায় রয়েছেন জুঁই, চাকা, চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস ও রুচি। বই মেলায় বুক স্টলসহ ৫৮টি স্টল বরাদ্দ রাখা হয়েছে। মেলা চলবে আগামী ১৩ মার্চ পর্যন্ত।