ভাঙ্গুড়া প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান স্বাধীনতার সুবর্ণবয়ন্তী উপলক্ষে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ,সঙ্গীতানুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (৩ মার্চ ) সকাল ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই বর্নাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদ হাসান খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: বাকি বিল্লাহ।
উপজেলা সমাজ সেবা অফিসার জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মো: মোকছেদুর রহমান ও পরিতোষ কুমার রায় চৌধুরী।
আলোচনা সভায় সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: আব্দুস সালাম,প্রেসক্লাব সভাপতি অধ্যাপক মাহবুব-উল-আলম,সাব-রেজিষ্টার মাহবুবের রহমান ওয়াজেদ,উপজেলা শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ,ভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক টুকন বক্তব্য রাখেন।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে শরৎনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবা খন্দকার ইভা’র পরিচালনায় ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা মনোজ্ঞ সঙ্গীত পরিবেশন করে।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা,সরকারি কর্মকর্তা,সাংবাদিক, ইউনিয়ন চেয়ারম্যানগণ,শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ ও স্কুলে শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।