দীপু মনি বলেন, ‘পরিস্থিতি অনুযায়ী পরামর্শক কমিটির সঙ্গে বৈঠক করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’
শিক্ষামন্ত্রী বলেন, ‘শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অচল অবস্থা নিরসনে সব পক্ষের সঙ্গেই ইতিবাচক আলোচনা হয়েছে। শিক্ষার্থীদের দাবির বিষয়গুলো রাষ্ট্রপতিকে জানানো হবে। তিনি সিদ্ধান্ত নেবেন।’
করোনা সংক্রমণ বাড়ায় দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান গত ২১ জানুয়ারি থেকে বন্ধ আছে। দ্বিতীয় ধাপে এই ছুটি বাড়িয়ে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়েছে। এর আগে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দেড় বছর বন্ধ ছিল। তবে বর্তমানে করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। এরই মধ্যে ২২ ফেব্রুয়ারি থেকে সশরীরে শ্রেণি কার্যক্রম শুরুর ঘোষণা দিয়েছে কয়েকটি বিশ্ববিদ্যালয়।