ভ্রাম্যমান প্রতিনিধি: শুক্রবার বিকালে পাবনার ফরিদপুর উপজেলার বৃলাহিড়ি বাড়ি শৌরভজাহান মাদ্রাসার নিকটবর্তী ফুল বরশি বিলে অজ্ঞাত পরিচয় এক নারীর গলিত লাশ উদ্ধার করা হয়েছে।
তার বয়স আনুমানিক ৫০ বছর,পড়নে হালকা সবুজ রংয়ের শাড়ি ছিল। ফরিদপুর থানার ওসি মো: মাসুদ রানা বলেন,খবর পেয়ে শুক্রবার বিকালে লাশ উদ্ধার করে পাবনা জেলা মর্গে পাঠানো হয়েছে। ওই নারীর কয়েকদিন আগে মৃত্যু হয় বলে পুলিশ ধারনা করছে।।