ভাঙ্গুড়া প্রতিনিধি: করোনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও স্বাস্থ্যবিধিতে ধারাবাহিক কর্মসূচীর আওতায় পাবনার ভাঙ্গুড়া উপজেলা প্রশাসন স্থানীয় হাটি-বাজারে ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদ হাসান খান এর তত্তাবধানে পরিচালনা করা হচ্ছে মোবাইল কোর্ট।
গত ৯ ফেব্রæয়ারি পৌরসভার শরৎনগর হাট-বাজারে জনমাগমে স্বাস্থ্যবিধি অনুসরণে জনসচেতনতায় মাঠে নামেন প্রশাসন। এ সময় মাস্কবিহিন ব্যক্তিদের মাঝে মাস্ক বিতরণ করা হয় এবং চলে বাজার মনিটরিং । সেই সঙ্গে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট বিপাশা হোসাইন এর তেতৃত্বে পরিচালিত হয় ভ্রাম্যমান আদালত।
একটি মামলায় অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন,১৯৫৬ এর ৬ এর ১ ধারায় এক দোকানির নিকট থেকে ২০০০ টাকা জরিমানা আদায় করা হয়। আইন কার্যকরে পুলিশ প্রশাসনের সদস্যরা তাকে সহযোগিতা করেন।