স্টাফ রিপোটার : গ্রামীণ সমাজ উন্নয়ন সংস্থা “শোভা” (সোশ্যাল অর্গানাইজেশন ফর ভিলেজ এ্যাডভন্সমেন্ট) এর উদ্যোগে পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অন্তর্গত শাহাপুর ইউনিয়নের সিলিমপুর বাজারে সন্নিকটে তিলকপুর গ্রামের গরীব অসহায় ও শীতার্ত মানুষদের মাঝে সম্প্রতি শীতবস্ত্র বিতরণ করা হয়। শোভা সংস্থার সিলিমপুর শাখা কার্যালয়ে ৫০ জন গরীব অসহায় ও শীতার্ত মানুষকে ওই বস্ত্র দেওয়া হয়।
উক্ত অনুষ্ঠানে সংস্থার নির্বাহী পরিচালক কে, এম, হুমায়ন কবির এর সভাপতিত্বে প্রধান অতিথি নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল আজিজ এবং বিশেষ অতিথি উপস্থিত থেকে ঈশ্বরদী উপজেলার সমাজসেবা কর্মকর্তা খন্দকার মাসুদ রানা ও তিলকপুর গ্রামের শাহীন রানা, ডিএফসি,দারুচিনি ফ্যাশান কর্পোরেশন গরীব অসহায় ও শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া থানার অষ্টমনিষা ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ওয়াজ উদ্দিন, ডাঃ সিরাজুল ইসলাম, মনিরুজ্জামান, পরিচালক ইউডিসি অষ্টমনিষা ইউনিয়ন পরিষদ এবং সমাজ সেবক খারুল ইসলাম।
সংস্থাটি পাবনা জেলার ভাঙ্গুড়া ও চাটমোহর উপজেলায় বিভিন্ন জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করছে।