ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধিঃ
পাবনার ভাঙ্গুড়া উপজেলা আওয়ামীলীগের ত্রিবার্ষিক কাউন্সিলে মো. লোকমান হোসেন সভাপতি ও গোলাম হাসনাইন রাসেলকে সাধারণ সম্পাদক করে তিন বছরের জন্য নতুন কমিটি ঘোষনা করা হয়েছে। মঙ্গলবার (১৮ জানুয়ারি)সরকারি ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠ চত্বরে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে দিনব্যাপি আলোচনা ও বক্তৃতা শেষে পাবনা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের এমপি গোলাম ফারুক প্রিন্স আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন পাবনা জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. রেজাঊল রহিম লাল । সরকারে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন, পাবনা সদর-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। পাবনা-৩(চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মকবুল হোসেন, পাবনা-১(বেড়া-সাথিয়া) আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী শামছুল হক টুকু, পাবনা- ২(সুজানগর) আসনের সংসদ সদস্য আহম্মেদ ফিরাজ কবির,কেন্দ্রীয় নেতা সৈয়দ আব্দুল আউয়াল শামীম, ভার্চয়ালে সংযুক্ত হয়ে ভিডিওে মাধ্যমে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেনসহ প্রমুখ। উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. লোকমান হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালন করেন সাবেক উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান প্রধান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইমরান হাসান আরিফ।
অনুষ্ঠানে পাবনার জেলার আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স উপস্থিত সকল নেতা কর্মীর সমর্থন নিয়ে আগামী ৩ বছরের জন্য সভাপতি পদে মো. লোকমান হোসেন ও সাধারণ সম্পাদক পদে গোলাম হাসনাইন রাসেলের নাম ঘোষনা করেন। নাম ঘোষনার পরপর উপস্থিত নেতাকর্মীবৃন্দ স্লোগান স্লোগানে বিদ্যালয় মাঠ চত্বর মুখরিত হয়ে উঠে।
এসময় উপজেলার পৌরসভার ৯টি ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদকসহ নেতাকর্মী ও বিভিন্ন ইউনিয়নের সভাপতি ,সাধারণ সম্পাদকসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মী , সাংবাদিকবৃন্দ ও সুধী মহল উপস্থিত ছিলেন।