ভাঙ্গুড়া সংবাদদাতা:
অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে প্রেমিকাকে ধর্ষণ করার অভিযোগে ভাঙ্গুড়া থানা পুলিশ রবিবার এক যুবক কে গ্রেফতার করেছে। ওই যুবকের নাম বুলবুল আহমেদ বিপুল। সে পাবনার ভাঙ্গুড়া উপজেলার মন্ডুতোষ ইউনিয়নের গজারমারা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।
জানাগেছে, ফেসবুকের মাধ্যমে এক যুবতীর সাথে বিপুলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে বিপুল ওই প্রেমিকাকে জনৈক আত্মীয়ের বাড়িতে নিয়ে অন্তরঙ্গ মূহুর্তের একটি ভিডিও ধারন করে। পরে ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে বিভিন্ন স্থানে নিয়ে ধর্ষন করে।
এতে করে প্রেমিকা মেয়েটি গর্ভবতী হয়ে পড়লেও তাকে বিয়ে না করে উল্টো গর্ভপাতের জন্য চাপ দেয়। উপায় না দেখে ওই যুবতী বিপুলের বাড়িতে গিয়ে উঠে বিয়ের দাবিতে অনশনে করে। কিন্তু প্রতারক প্রেমিক বিপুল পালিয়ে যাওয়ায় ওই যুবতী ৯৯৯ এ কল করেন। এরপর পুলিশ মেয়েটির কাছ থেকে একটি লিখিত অভিযোগ গ্রহন করে।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মু.ফয়সাল বিন আহসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,সর্বশেষ ধর্ষনের ঘটনাটি ফরিদপুর উপজেলায় সংঘটিত হওয়ায় বিপুল কে আটক করে ওই থানার পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।