পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে পাবনার ফরিদপুরে সুষ্ঠু ও শান্তিপুর্ণ ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এই উপজেলার ছয়টি ইউনিয়নের মধ্যে চারটিতে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী এবং দুইটিতে স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
বুধবার (৫ জানুয়ারি) সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত এক টানা চলে ভোট গ্রহণ। রাত ১০টার দিকে স্ব স্ব কার্যালয়ে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কর্মকর্তারা।
রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আলী হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, এখানে সকাল থেকেই শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে এবং কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
ফরিদপুর ইউনিয়নে সরোয়ার হোসেন (নৌকা) ৫৮১০ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়াম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি আব্দুল জলিল পেয়েছেন ৫৪১২ ভোট।
হাদল ইউনিয়নে সেলিম রেজা (নৌকা) ৪৬৮১ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়াম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি জহুরুল ইসলাম (চশমা) পেয়েছেন ৩৮০৭ ভোট।
বৃলাহিড়ীবাড়ী ইউনিয়নে জাহিদুল ইসলাম রিপন (নৌকা) ৩৬৮১ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়াম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি জাহাঙ্গীর আলম (চশমা) পেয়েছেন ২৪৮৭ ভোট।
পংগলী ইউনিয়নে সাজেদুল ইসলাম তালুকদার সুমন (নৌকা) ৭৮৯৯ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়াম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি আব্দুল মান্নান (চশমা) পেয়েছেন ৭৪২৯ ভোট।
ডেমরা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জুয়েল রানা (চশমা) ৫২৮১ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়াম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি স্বতন্ত্র প্রার্থী মাহবুবুল আলম (ঢোল) ২৯২৪ ভোট।
বনওয়ারী নগর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জিয়াউর রহমান (ঘোড়া) ২৯৫২ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়াম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি স্বতন্ত্র প্রার্থী কবির উদ্দিন সরকার (আনারস) পেয়েছেন ২৭২৪ ভোট।