বিনোদন ডেস্ক//
‘পয়সা কামানোর জন্য শাহরুখপুত্র আরিয়ানকে ফাঁসানো হয়েছে’- সম্প্রতি পুলিশের কাছে এই অভিযোগ করেছেন বিজয় পাগারে নামের এক ব্যক্তি। প্রমোদতরীতে অভিযানের আগে অনুষ্ঠিত একটি গোপন আলোচনার সূত্রে তিনি এসব জেনেছেন বলে পুলিশকে জানান। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার কাছে বিজয় বলেন, ‘এই অভিযান যে পূর্বপরিকল্পিত এবং আরিয়ান খানকে মাদক মামলায় ফাঁসানো হয়েছে, তা বিশ্বাস করার অনেক কারণ আমার কাছে আছে। এই পুরো পরিকল্পনা চূড়ান্ত হয় ২৭ সেপ্টেম্বর আর প্রমোদতরীতে অভিযান চালানো হয় ২ অক্টোবর।’
পাগারে জানান, পুলিশের উচ্চতর টিম স্পেশাল ইনভেস্টিগেটিভ টিমসের (এসআইটি) কাছে ৩ ও ৪ নভেম্বর তিনি বিবৃতি দিয়েছেন। সেটি রেকর্ড করে তাকে শোনানো হয়েছে। সেখানে তিনি স্বাক্ষরও করেছেন। পাগারে আরও জানান, মাদক মামলায় দেওয়া ব্যবসায়ী স্যাম ডিসুজার বিবৃতিতে প্রথম সুনীল পাতিলের নাম আসে। মোবাইলে এসডব্লিউ নামে পাতিলের নাম সেভ করেছিলেন মামলার আরেক সাক্ষী কেপি গোসাভি। এসডব্লিউ মানে হলো এনসিবির আঞ্চলিক প্রধান সমীর বানখেড়ে।