‘শেরে বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড-২০২১ ‘ লাভ করেছেন পাবনার ভাঙ্গুড়ার আব্দুল জব্বার । এলাকায় চিকিৎসা সেবা সম্প্রসারণে বিশেষ অবদান রাখায় শেরে বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদ তাঁকে এ সম্মানে ভূষিত করেন।
আব্দুল জব্বার ভাঙ্গুড়া পৌর শহরের অত্যাধুনিক বেসরকারি হাসপাতাল হেলথ কেয়ার লিমিটেডের পরিচালক ও বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশান ভাঙ্গুড়া উপজেলা শাখার সভাপতি।
গত শনিবার বিকেলে ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলানায়তনে অনুষ্ঠিত শে রে বাংলা এ কে ফজলুল হকের ১৪৮ তম জন্ম বার্ষিকী উপলক্ষে‘ শেরে বাংলার কর্মময় জীবনী’ শীর্ষক আলোচনাসভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে তাঁকে সম্মাননা ক্রেস্ট, গোল্ড মেডেল ও সনদ প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি সুপ্রিম কোর্টের বিচারপতি এস এম মজিবুর রহমানের হাত থেকে তিনি এ সম্মাননা গ্রহণ করেন।
আব্দুল জব্বার জানান, তিনি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের স্বাস্থ্যসেবার কাজে নিয়োজিত রয়েছেন। তাঁকে ‘শেরে বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড-২০২১ ‘ প্রদান করায় তিনি আনন্দিত। এ সম্মাননা তাঁর কাজে অনুপ্রেরণা জোগাবে বলে তিনি মনে করেন।