ভাঙ্গুড়া প্রতিনিধিঃ
‘মুজিব বর্ষে পুলিশ নীতি জনসেবা আর সম্প্রীতি’ এই প্রতিপাদ্যে পাবনার ভাঙ্গুড়ায় কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষ্যে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৩০ অক্টোবর) সকাল ১০টার দিকে ভাঙ্গুড়া থানা পুলিশের আয়োজনে ভাঙ্গুড়া থানা চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন ভাঙ্গুড়া থানার ওসি মুঃ ফয়সাল বিন আহসান। ভাঙ্গুড়া থানা চত্বরে আলোচনা সভা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান,আজিদা পারভীন পাখি,জেলা পরিষদ সদস্য আসলাম আলী,উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি জাকির হোসেন ছবি, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সাইদুল ইসলাম,স্থানীয় সুধী সমাজের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিক বৃন্দ।
এর আগে একটি বর্ণাঢ্য র্যালি থানা চত্বর থেকে শুরু করে পৌরসদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা চত্বরে এসে শেষ হয়।